নোয়াখালীতে ফেসবুকে সরকারবিরোধী উসকানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সদর উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামের চর করমুল্লা বাজার এলাকার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার রাত একটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার মাওলানা ইমরান নোমানী নোয়াখালী জেলা হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য।
নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোমানীকে বাড়ি থেকে আটক করা হয়। এরপর সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নোমানীকে শুক্রবার দুপুরে জেলা মুখ্য মহানগর হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।