কক্সবাজারের উখিয়ার তানজিমারখোলা এলাকা থেকে ইয়াবাসহ এপিবিএন পুলিশের তিন সদস্যকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এপিবিএন-৮-এর কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ ও দুই কনস্টেবল মো. মিরাজ ও মো. নাজিম।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।
তিনি জানান, উখিয়ার একটি ক্যাম্পের হেড মাঝি একরামকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতে বাধ্য করছিলেন এসআই সোহাগ। এক পর্যায়ে একরাম বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায়।
পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন আর্মড পুলিশ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এপিবিএন-৮-এর অধিনায়ক শিহাব কায়সার খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে ইয়াবা সংপৃক্ততা নিশ্চিত হওয়ার পর রাত ১০টার দিকে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আরও কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।