বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার ছেলের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাগী বাড়ি মসজিদের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাকে পুলিশ আটক করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জিল্লুর রহমান চৌধুরী লিংকন। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন সবুজ চৌধুরীর ছেলে ও বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি ড্রিম লাইন পরিবহনের পরিচালক হিসেবে আছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, কাদের মির্জার ছেলের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় আসামি তিনি। তাকে ওই মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- আরও পড়ুন: বসুরহাটে সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
১৫ এপ্রিল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে কাদের মির্জার ছেলে তাশিক মির্জাও ছিলেন।
ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরে দুই গ্রুপ পাল্টাপাল্টি মামলা করে। দুই মামলায় আওয়ামী লীগের স্থানীয় ২৯৬ নেতা-কর্মীকে আসামি করা হয়।