বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজিবির সঙ্গে ‘গোলাগুলি’, নিহত ১ রোহিঙ্গা

  •    
  • ২৩ এপ্রিল, ২০২১ ১০:২৪

বিজিবি জানায়, মাদকের চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় রেজু‌ আমতলী বিজিবির একটি দল নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ী সীমান্তে পাহাড়ের ঢালুতে অভিযান চালানো হয়। এক দল মাদক কারবারি রাত ৮টার দিকে ওই এলাকায় আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি করে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বিজিবির দাবি, নিহত যুবক মাদক কারবারি। তার নাম মো. ইব্রাহিম; থাকতেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে।

কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য ছিল যে বিপুল মাদকের চালান বৃহস্পতিবার মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। সে তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় রেজু‌ আমতলী বিজিবির একটি দল নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ী সীমান্তে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।

এক দল মাদক কারবারি রাত ৮টার দিকে ওই এলাকায় আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি করে বলে জানান আলী হায়দার।

তিনি বলেন, গোলাগুলির পর মাদক কারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমকে পাওয়া যায়। জব্দ করা হয় ৮০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড গুলি।

ইব্রাহিমকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, গোলাগুলির ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের আরো খবর