বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে রক্তপাত বন্ধের প্রস্তাব দেয়ার এক দিন পর ফের ফেসবুক লাইভে হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বপন মাহমুদ নামে একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ বক্তব্য রাখেন কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। কাদের মির্জা বলেন, ‘আমি আর ছাড় দিব না। আমরাও সশস্ত্র হব, অজস্র মৃত্যুতে।’
কাদের মির্জা কর্মীদের উদ্দেশে বলেন, ‘কোম্পানীগঞ্জে এ অবস্থা আর চলতে দেয়া যায় না। আমি শান্তির প্রস্তাব দিয়েছি। আজকের দিন দেখব, আগামী দিন সিদ্ধান্ত দেব। তোমাদের সাথে রাজপথে আমিও থাকব। আমি দেখব পুলিশ প্রশাসন কী জিনিস। প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে জীবন উৎসর্গ করব।’
অভিযোগের সুরে তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জের শান্তির জন্য একটা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে প্রস্তাবে প্রশাসন, ওবায়দুল কাদের, তার স্ত্রী, একরাম-নিজামের লোকজন সাড়া দেননি। উল্টো তাদের অস্ত্রধারী সন্ত্রাসীরা এখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে আমার ছেলেদের গ্রেপ্তার করছে। আমার পৌরসভায় কেউ উঠতে-নামতে পারেন না, অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার এখানে ইফতার-সেহরি পর্যন্ত আনতে দেয়া হয় না।’
কাদের মির্জা বলেন, ‘আমার ছেলেকে আহত করার পর সন্ত্রাসীরা থানায় বসে মিটিং করে। দিনরাত তারা আড্ডাবাজি করে। অস্ত্র নিয়ে তারা থানায় যায়, ওসির সামনে বসে থাকে। এ অবস্থায় আমরাও বসে থাকব না।’
রাহাত নামে ওবায়দুল কাদেরের এক ভাগনের নাম উচ্চারণ করে কাদের মির্জা বিস্তর অভিযোগ করেন। রাহাত থানা ও প্রশাসন নিয়ন্ত্রণ করছেন বলেও জানান মির্জা।