ঝালকাঠিতে প্রশাসনের অনুমোদন ছাড়া নদী থেকে বালু তোলায় একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার নাম আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে জেলার নলছিটি উপজেলা মল্লিকপুর এলাকায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
জরিমানা করার পর সেই ব্যবসায়ী ভবিষ্যতে আর এই কাজ করবেন না বলে অঙ্গীকার করায় তাকে কারাদণ্ড দেয়া হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার কথা জেনে আমরা অভিযান পরিচালনা করি। এসে ঘটনার সত্যতাও দেখতে পাই। এ সময় আরিফুল ইসলামকে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে মুচলেকা দেয়ায় তাকে আটক না করে ছেড়ে দেয়া হয়।’