ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দুই দিন পর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬৫ বছর বয়সী যুগল বাড়ৈই উপজেলার গাজিরটেক ইউনিয়নের দক্ষিণ চরসুলতানপুর কানাইরটেক গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে উদ্ধারের পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার ভোরে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হন যুগল বাড়ৈই। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে তার স্বজনরা বাড়ির পেছনে একটি পরিত্যাক্ত ভিটায় গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই ঘটনার রহস্য জানা যাবে।