চাঁদপুরে সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক ছিটিয়ে জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবারের এ ঘটনায় জ্বলে গেছে প্রায় ৭৫ শতক জমির ধান।
ক্ষতিগ্রস্ত কৃষক মানিক মিয়ার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ ছিটিয়েছেন দুই প্রতিবেশী।
তিনি বলেন, ‘জমি নিয়ে শাহ আলম ও বাচ্চু হাওলাদারের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলছে। এর জেরে তারা আমার ক্ষেতের সব ধান কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে।’
মানিক মিয়া বলেন, ‘আমি ঋণ করে এই জমি করেছিলাম। এক মুহূর্তেই তারা আমার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। পরিবার নিয়ে রাস্তায় নামার জোগাড় হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
মানিকের স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আর কিছুদিন পরেই ধান ঘরে তোলা যেত। তারা আমাদের মুখের রিজিক কেড়ে নিয়েছে। ক্ষেতের কোনো ধানই আর ভালো নাই।’
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদেরও কেউ কথা বলতে রাজি হননি।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মনে হচ্ছে, বিষাক্ত কোনো কেমিক্যাল দিয়ে জমির ধান নষ্ট করা হয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। এই অপকর্মের সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার করা হবে।’
চাঁদপুর সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. নিজাম উদ্দিন বলেন, ‘বিষয়টি জানতে পেরে খতিয়ে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। এভাবে ক্ষেতের ফসল নষ্ট করার অধিকার কারো নেই। বিষয়টি ফৌজদারী অপরাধের শামিল।’