সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আশুলিয়ায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ওই আসামি।
অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ওই তরুণী প্রায় তিন সপ্তাহ আগে চাকরির আশায় গ্রামের বাড়ি থেকে আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকায় তার মামাতো বোন ও ভগ্নিপতির বাসায় আসেন। গত ১৮ এপ্রিল ওই যুবক ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই সে পালিয়ে যায়।
ঘটনার পরের দিন ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেন। স্থানীয় পুলিশের পাশাপাশি র্যাব মামলাটির ছায়া তদম্ত শুরু করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।