বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তেঁতুলিয়ার কয়েক গ্রাম

  •    
  • ২২ এপ্রিল, ২০২১ ১৭:২৭

ইউএনও ও চেয়ারম্যান জানান, কয়েকটি বাড়ির টিনের চালাগুলো ফুটো হয়ে গেছে শিলার আঘাতে। অনেকের ঘর ভেঙে গেছে, কার ঘরের ওপর উপরে পড়েছে গাছ। এ সময় আহত বেশ কয়েক জন স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে সেবা নিচ্ছেন। শিলা পড়ে বোরো ধানও নষ্ট হয়ে গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ভেঙে পড়েছে কয়েকটি গ্রামের বসতঘর। গাছপালা উপড়ে পড়েছে রাস্তায়, আহতও হয়েছেন কয়েক জন।

উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রায় ২৫ মিনিট ধরে চলা ঝড়ে ক্ষতি হয়েছে ফসলি জমিরও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা নিউজবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, ঝড় ও শিলাবৃষ্টি বয়ে গেছে তেতুলিয়ার গিতালগছ, ডিমাগজ, প্রধানগজ, বৈরাগীগজ, শান্তিনগর, কির্তনপাড়া, কুড়ানুগজসহ বেশ কয়েকটি গ্রামে।

গ্রামগুলোর কয়েকটি বাড়ির টিনের চালাগুলো ফুটো হয়ে গেছে শিলার আঘাতে। অনেকের ঘর ভেঙে গেছে, কার ঘরের ওপর উপরে পড়েছে গাছ। এ সময় আহত বেশ কয়েক জন স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে সেবা নিচ্ছেন। তবে ঠিক কত জন আহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি।

চেয়ারম্যান জানান, শিলাবৃষ্টিতে বোরো ধান নষ্ট হয়ে গেছে। ধানের গাছগুলো মাটিতে পড়ে গেছে। এতে কৃষকরা মুষড়ে পড়েছেন।

ডিমাগজ গ্রামের কৃষক রেজাউল ইসলাম জানান, তার বোরোর আবাদ নষ্ট হয়ে গেছে, ঘরের টিনের চালাও ভেঙে গেছে। করোনার মধ্যে আবার এসব ক্ষতি, সব মিলিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেনে তিনি।

উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে দেখেছেন। ইউএনও সোহাগ বলেন, স্থানীয় চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য বলা হয়েছে। প্রশাসন থেকে তাদের সহায়তা করা হবে।

এ বিভাগের আরো খবর