হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার পর বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান সানি এবং জেলা যুবলীগ নেতা রাসেল।
পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ২০০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মামলাটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দিতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদকের সমর্থক ও যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে দুই পক্ষের লোকজন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপরও হামলা করে তারা। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।