নীলফামারীর ডোমারে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ডোমার উপজেলা সদরের ছোট রাউতা কাজীপাড়া থেকে বুধবার রাত আটটার দিকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই এলাকার আবু তালেবকে জিজ্ঞাসাবাদের জন্য ডোমার থানায় নেয়া হয়েছে।
মিজানুরের স্ত্রী শাহিদা বেগম রুপা নিউজবাংলাকে জানান, চিকিৎসার জন্য তিনি মেয়েকে নিয়ে বুধবার সকালে রংপুর যান। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে স্বামীকে চেয়ার বসা অবস্থায় অচেতন পান। এরপর পুলিশকে খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, মিজানুরের বিরুদ্ধে ১৬টি ও রুপার বিরুদ্ধে ২০টি মাদক মামলা আছে। মাদক ব্যবসা সংশ্লিষ্ট কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় বুধবার রাতেই মিজানুরের স্ত্রী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।