বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাপড়ের মার্কেটে আগুনে পুড়ল ১৫ দোকান

  •    
  • ২২ এপ্রিল, ২০২১ ০৯:৩৭

ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। আগুনে পুড়ে তাদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

যশোর সদরে একটি কাপড়ের মার্কেটে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান।

শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) জেলা পরিষদ সুপার মার্কেটে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। আগুনে পুড়ে তাদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানি আমির হোসেন বলেন, ‘আমার দোকান পুড়ে ছাই। ঈদের জন্যে গত পরশু লোন করে মাল তুলেছিলাম; একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’

স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর কবীর সুমন বলেন, এ মার্কেটে শতাধিক দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামালউদ্দিন ভূঁইয়া নিউজবাংলাকে বলেন, যশোর ও বাঘারপাড়ার চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এ বিভাগের আরো খবর