পঞ্চগড়ে তৃতীয়বারের মতো নতুন প্রজাতির আরেকটি ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট গ্রামে শহিদুজ্জামান শহিদের বাড়িতে সাপটিকে আটক করা হয়।
বুধবার দুপুরে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে রাতে সাপটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী এবং প্রকৃতি ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ।জানা যায়, মঙ্গলবার বাড়ির পাশের বাঁশবাগান থেকে রাত ৮টার সময় সাপটি বের হয়ে শহিদুজ্জামান শহিদের বাড়ির আঙ্গিনায় যায়। এ সময় বাড়ির লোকজন সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয় কয়েকজন ছেলে এসে দেখে রেড কোরাল কুকরি সাপ। পরে তারা কোনোমতে অক্ষত অবস্থায় সাপটিকে আটক করে শহিদের কাছে রাখে। পরে তারা ফিরোজ আল সাবাহকে খবর দেন।
খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সাপটি তাদের কাছ থেকে বুঝে নেন ফিরোজ আল সাবাহ।ফিরোজ আল সাবাহ বলেন, সাপটি সূর্যের আলো সহ্য করতে পারে না, যার কারণে রাতের আধারে তাকে অবমুক্ত করা হবে।গত ৭ ফেব্রুয়ারি বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে প্রথমবারের মতো রেড কুকরি কোরালের দেখা মেলে। দ্বিতীয়বারের মতো এ সাপের দেখা মেলে ২৬ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার চাকলাহাট টুনিরহাট এলাকায় মৃত অবস্থায়।