বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ২২:১০

স্থানীয় লোকজন জানান, যাত্রী বেওয়ার ভরণ-পোষণের দায়িত্ব পালন করে আসছিলেন বড় ছেলে ভবেশ। কিছুদিন আগে যতীন মায়ের ভরণ-পোষনের দায়িত্ব নেন। গত ২ এপ্রিল ভরণ-পোষণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো বাসিলা দিয়ে মায়ের শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন যতীন।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাকে হত্যার অভিযোগে যতীন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে ৭০ বছরের বৃদ্ধা মা যাত্রী বেওয়াকে দেশীয় অস্ত্র বাসিলা দিয়ে আঘাত করেন যতীন। গত মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

যতীনের বাড়ি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া ঝাকুয়াপাড়ায়। বুধবার তাকে রাধানগড় ইউনিয়নে শ্বশুরবাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় যাত্রী বেওয়ার বড় ছেলে ভবেশ চন্দ্র বর্মন বুধবার দুপুরে ভাইয়ের বিরুদ্ধে আটোয়ারী থানায় হত্যা মামলা করেন।

স্থানীয় লোকজন জানান, যাত্রী বেওয়ার ভরণ-পোষণের দায়িত্ব পালন করে আসছিলেন বড় ছেলে ভবেশ। কিছুদিন আগে যতীন মায়ের ভরণ-পোষনের দায়িত্ব নেন। গত ২ এপ্রিল ভরণ-পোষণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো বাসিলা দিয়ে মায়ের শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন যতীন। আঘাতে যাত্রী বেওয়ার একটি পা ভেঙে যায়। তবে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি নিজ বাড়িতেই মারা যান।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, বাসিলাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলের করা মামলায় যতীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর