পুলিশ জানায়, সকালে কিশোর পাল নিজের জমি দেখতে যান। এ সময় দুটি গরু মারামারি শুরু করলে, ক্ষেতে থাকা মৌমাছির চাকে আঘাত লাগে। এতে মৌমাছির দল কিশোর পালকে হুল ফোটানো শুরু করে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মৌমাছির হুলে কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বালিয়াডাঙ্গা গ্রামের একটি মাঠে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
কৃষক কিশোর পাল বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে কিশোর পাল নিজের জমি দেখতে যান। এ সময় দুটি গরু মারামারি শুরু করলে ক্ষেতে থাকা মৌমাছির চাকে আঘাত লাগে। এতে মৌমাছির দল কিশোর পালকে হুল ফোটানো শুরু করে ।
তার চিৎকারে স্থানীয়রা এসে কিশোরকে উদ্ধার করে। অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।