মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করেও গাড়ি বরাদ্দ না পাওয়ায় এখন অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম। হাসপাতালে রোগী বহনের জন্য থাকা চারটি এ্যাম্বুলেন্সের একটি ব্যবহার করছেন তিনি।
এতে রোগীর সমস্যা হলেও প্রশাসনিক কাজে বাধ্য হয়ে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম।
হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা যায়, দেড় যুগ আগে হাসপাতালের পরিচালকের জন্য থাকা গাড়িটি বিকল হয়ে যায়। এটা আর মেরামত করা হয়নি। সেটি এখন পড়ে আছে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের পাশে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় মেরামত করাও ব্যয়সাপেক্ষ।
প্রায় ১৮ বছর আগে বিকল হওয়ার পর শুরুতে তৎকালীন নার্সিং ইনস্টিটিউটের (বর্তমান নার্সিং কলেজ) অধ্যক্ষের জন্য বরাদ্দকৃত একটি মাইক্রোবাস হাসপাতালের পরিচালক, উপ-পরিচালকসহ কর্মকর্তারা ব্যবহার করতেন। কারণ নার্সিং ইনস্টিটিউটের কেউ এটি ব্যবহার করতেন না।
কয়েক বছর আগে সেটিকেও নিয়ে যায় নার্সিং অধিদপ্তর। এরপর থেকে হাসপাতাল প্রশাসন পুরোপুরি যানবাহন শূন্য হয়ে যায়। অথচ অরগানোগ্রাম অনুযায়ী হাসপাতাল পরিচালকের জন্য পদমর্যাদা অনুযায়ী একটি গাড়ি, উপ-পরিচালকের জন্য একটি প্রাইভেটকার ও সহকারী পরিচালকদের জন্য একটি মাইক্রোবাস থাকার কথা রয়েছে।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমি আসার আগে সাবেক পরিচালকও গাড়ি বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েছেন। আমিও দিয়েছি। তবে তাতে কিছু হচ্ছে না। বাধ্য হয়ে তাই প্রশাসনিক কাজ করতে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করছি।’