বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমদানি করা চাল চুরির চেষ্টা, আটক ১

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৬:৪৭

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর জোন) মো. ফারুক উল হক বলেন, ‘ভারত থেকে আমদানি করা চালের ট্রাকটির গন্তব্য ছিল চট্টগ্রাম বন্দর জেটি থেকে নোয়াখালীর চরভাটা এলাকার এলএসডি গোডাউন। কিন্তু চাল গন্তব্যে না নিয়ে পাহাড়তলী চালবাজারের আড়তদার মাহী ট্রেডার্সের মালিক আবদুল বাহার মিয়ার গোডাউনে নেয়া হয়।

চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর চুরির সময় ভারত থেকে আমদানি করা ৭০ টন চাল জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নগরীর পাহাড়তলী বাজারে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

নগর ডিবির উপকমিশনার (বন্দর জোন) মো. ফারুক উল হক বলেন, ভারত থেকে আমদানি করা চালের ট্রাকটির গন্তব্য ছিল চট্টগ্রাম বন্দর জেটি থেকে নোয়াখালীর চরভাটা এলাকার এলএসডি গোডাউন। কিন্তু চাল গন্তব্যে না নিয়ে পাহাড়তলী চালবাজারের আড়তদার মাহী ট্রেডার্সের মালিক আবদুল বাহার মিয়ার গোডাউনে নেয়া হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ২৬০ বস্তা এবং গোডাউনের ভেতর থেকে ১ হাজার ১৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে। চালের বস্তায় বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।

ফারুক উল হক আরও বলেন, চলমান করোনা মহামারির প্রভাবসহ দেশের ভবিষ্যৎ খাদ্য মজুত পর্যাপ্ত রাখার জন্য সরকার চাল আমদানি অব্যাহত রেখেছে। আমদানিকৃত এসব চাল অসাধু মহলের লোভী মানসিকতার স্বীকার হয়েছে। এই বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে।

ডিবি বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ন কবির বলেন, বস্তা পরিবর্তন করে তারা এই চাল খোলা বাজারে বিক্রি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক আব্দুল বাহার মিয়া। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়ে অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ন কবির বলেন, আটক বাহার মিয়া ও জব্দকৃত চাল পাহাড়তলী থানায় হস্তান্তর করা হবে।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম নিউজবাংলাকে বলেন, ‘পাহাড়তলী বাজার থেকে চাল উদ্ধারের খবর আমরা গণমাধ্যম থেকে পেয়েছি। পুলিশ এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পাশাপাশি ঘটনাটি খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু চাল উদ্ধার হয়ে, সেহেতু্ এই ঘটনায় মামলা হবে। পুলিশ আমাদের কাছে মামলার বিষয়ে সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করব।’

এ বিভাগের আরো খবর