মাদারীপুরের শিবচরে বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শেখপুর গ্রামে বাড়ি থেকে বুধবার ভোরে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাথী বেগম মামুন চৌকিদারের স্ত্রী ও একই ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের আছুমদ্দিন কবিরাজের মেয়ে।
সাথীর ভাই আনোয়ার হোসেন জানান, সাথীকে মামুন প্রায়ই টাকাপয়সার জন্য চাপ দিত। মাঝে মাঝে মারধরও করত। এই নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। কিছুদিন আগে সাথীকে মারধর করা হলে ফরিদপুর মেডিক্যালে তার চিকিৎসা করানো হয়।
তিনি বলেন, ‘আজ আমার বোনকে মেরে ঘরে ঝুলিয়ে রাখছে। আমি ওর বিচার চাই।’
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত জানান, বুধবার সকালে মনির নামে এক প্রতিবেশী মামুনকে ডাকতে গেলে সাথীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেন।
পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে মামুন পলাতক।
পরিদর্শক আরও জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা কিছু বোঝা যাচ্ছে না। প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।