ঢাকার সাভারে একটি পোশাকের দোকানমালিকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন এক নারী কর্মচারী।
মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ওই দোকানমালিককে।
সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কাঁঠালবাগান এলাকা থেকে মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।
থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী ওই নারী নিউজবাংলাকে জানান, তিনি দোকানটিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন। দোকানের মালিক প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। তার স্বামীকেও ফোন করে তাকে নিয়ে আপত্তিকর কথা বলতেন।
তিনি বলেন, এসব কারণে তিন মাস আগে ওই চাকরি ছেড়ে পাশের আরেক দোকানে কাজ নেন। সেখানেও আসা-যাওয়ার পথে ওই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করতেন। তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হতো। এসব কারণে তিনি থানায় অভিযোগ করেন।
এসআই হারুন নিউজবাংলাকে বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে আটক করা হয় দোকানমালিককে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। রাতেই তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।