বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪০০ চর্মকার ও নাপিত

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ০১:৪০

‘যারা প্রকাশ্যে ত্রাণ সহায়তা নিতে চান না তাদের জন্যও আমাদের কার্যক্রম আছে। জেলা প্রশাসকের ফোন নম্বরে এসএমএস করলে তাদের বাসায় ত্রাণ পৌঁছে দেয়া হবে।’

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার ৪০০ চর্মকার ও নাপিতের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. বদিউল আলমসহ অন্য কর্মকর্তারা। করোনায় নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহারে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ছোলা, দুই কেজি আলু, এক কেজি চিনি, সেমাই এক প্যাকেট, চিনি এক কেজি, চিড়া এক কেজি এবং চা পাতা ১০০ গ্রাম।

এ সময় বিভাগীয় প্রশাসক এবিএম আজাদ বলেন, ‘এই ত্রাণ সহায়তা বা প্রধানমন্ত্রীর উপহার ধীরে ধীরে নিম্ন আয়ের সবার কাছে পৌঁছে যাবে। কোনো খেটে খাওয়া মানুষ যেন সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি আছে আমাদের।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘আজ লকডাউনে কর্মহীন চর্মকার ও নাপিতদের ত্রাণ দেয়া হচ্ছে। এর আগে তৃতীয় লিঙ্গের মানুষদের দেয়া হয়েছিল। পর্যায়ক্রমে লকডাউন কাজ হারানো পরিবহন শ্রমিকসহ সবাইকে ত্রাণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।

‘যারা প্রকাশ্যে ত্রাণ সহায়তা নিতে চান না তাদের জন্যও আমাদের কার্যক্রম আছে। জেলা প্রশাসকের ফোন নম্বরে এসএমএস করলে তাদের বাসায় ত্রাণ পৌঁছে দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর