ভোলার চরফ্যাসনের দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মো. বাচ্চু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মো. বাচ্চুকে আসামি করে ওই ছাত্রীর বাবা দুলারহাট থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল চরফ্যাশনের একটি সড়ক থেকে জোর করে সিএনজিতে তুলে ভোলা সদরের পরানগঞ্জ এলাকায় আটকে রাখা হয় ওই স্কুল ছাত্রীকে। ঘটনার দিনই ছাত্রীর বাবা অপহরণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেন।
তারা আরও জানায়, অপহরণের দুই দিন পর সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় বাচ্চুকে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের পর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আসামি বাচ্চুকে আটকের পর প্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।