বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রাক নিয়ে উধাও চালক

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ০১:০৩

জিডিতে বলা হয়, গত ১৫ এপ্রিল হাকিমপুর উপজেলার আরজি ট্রেডিং থেকে ১৬ টন চাল নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের চাক্তাইয়ে মেসার্স মীর আহাম্মেদ সওদাগরের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটিতে ২৫ কেজি ওজনের ৬৪০ বস্তা নাজিরশাইল চাল ছিল।

দিনাজপুর থেকে ১৬ টন চাল নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রাক নিয়ে উধাও হয়েছেন চালক ও তার সহকারী।

এ ঘটনায় চাল পাঠানো প্রতিষ্ঠান আরজি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী অর্ণব কুমার বসাক হাকিমপুর থানায় সোমবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, গত ১৫ এপ্রিল বিকেলে হাকিমপুর উপজেলার আরজি ট্রেডিং থেকে ১৬ টন চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮৪৯০) চট্টগ্রামের চাক্তাইয়ে মেসার্স মীর আহাম্মেদ সওদাগরের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটিতে ২৫ কেজি ওজনের ৬৪০ বস্তা নাজিরশাইল চাল ছিল।

এতে আরও বলা হয়, ১৮ এপ্রিল চালের ক্রেতা মেসার্স মির আহাম্মেদ সওদাগরের স্বত্বাধিকারী জানান, চাল ভর্তি ট্রাকটি গন্তব্যে পৌঁছায়নি। এরপর ট্রাকের চালক আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করে চাল পাঠানো প্রতিষ্ঠান।

মোবাইল ফোনে আব্দুল হাই জানান, ট্রাকটিতে যান্ত্রিক সমস্যা হওয়ায় তারা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। যান্ত্রিক ত্রুটি ঠিক করে রওনা দেবেন।

তবে এরপর থেকেই ট্রাকচালকের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দুই দিনেও ট্রাকের চালক বা তার সহকারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রাকটিতে ৯ লাখ টাকার চাল ছিল বলে জানিয়েছেন অর্ণব কুমার বসাক।

এ বিভাগের আরো খবর