গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার শ্রীপুর থানায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় একজনের নামে মামলাটি করা হয়। তারা হলেন শ্রীপুর এলাকার মিজান ফকির, সুলতান উদ্দিন, সাদ্দাম হোসেন সুবল ও রানা।
তাদের মধ্যে সুলতান উদ্দিনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, ওই নারী শ্রীপুরের একটি গ্রামে ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করেন। শনিবার গভীর রাতে তাকে বাড়ির মালিক বের করে দেন। রাস্তায় ঘুরতে দেখে ওই এলাকার মিজান ফকির নিজ বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে তাকে ডেকে নেন।
তিনি আরও জানান, বাড়ির একটি কক্ষে আটকে পরে ওই নারীকে ধর্ষণ করেন মিজান। অন্য আসামিরাও তাকে সেখানে ধর্ষণ করেন। পরদিন দুপুরে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।