ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তালেব মিয়ার তিন ছেলে নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধীতা করে গেল ২৭ মার্চ অরুয়াইল ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে হেফাজতের কর্মীরা। ওই মিছিল থেকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এতে ২৫ পুলিশ সদস্য আহত হন। পরে ৬৫ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ১২ শ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এই মামলা গ্রেপ্তার করা হয়েছে ৬৫ জনকে।
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। তার এক ছেলে ইসমাইল হোসেনকে আসামি করেছে পুলিশ। ফাঁড়িতে হামলার ঘটনায় অপর দুই ছেলে জাকারিয়া মাহমুদ ও মো. ইয়াসিনের সম্পৃক্ততার বিষয়েও পুলিশের হাতে তথ্য-প্রামাণ এসেছে।
আবু তালেব মিয়া নিউজবাংলাকে বলেন, ‘প্রতিপক্ষরা সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। আমার পরিবারের কেউ বিক্ষোভ মিছিলে যায়নি। অরুয়াইল বাজারে আমাদের শতাধিক দোকানপাট রয়েছে। বিক্ষোভকারীরা যেন আমাদের দোকানে হামলা করতে না পারে, সেজন্যে ছেলেরা সেদিন পাহারায় ছিল। হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছিল।’
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিউজবাংলাকে জানান, পুলিশ ক্যাম্পে হামলা মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখানকার আওয়ামী লীগ সভাপতি আবু তালেব মিয়ার ছেলের নাম এজাহারে রয়েছে। তিনিসহ ঘটনায় জড়িত সবাই এলাকাছাড়া।’
অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনার সময়ের ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে হামলার সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতার তিন ছেলেকে শনাক্ত করতে পেরেছি। এক ছেলেকে এরইমধ্যে আসামি করা হয়েছে। বাকিদের বিষয়েও ব্যবস্থা নেয়া হচ্ছে।’
হামলার পর থেকে ফাঁড়ি বন্ধ রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।