চাঁদপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাচারের সময় সাড়ে ৪৫ মণ জাটকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে শহরের দুটি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় পাচারকাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান ও একটি ইজিবাইক জব্দ করে পুলিশ।
দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার আটক করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করেন।
গ্রেপ্তার ছয়জন হলেন চাঁদপুর সদরের মদনা গ্রামের আব্দুর রহিম, গোবিন্দিয়া গ্রামের রাজু হোসেন, ঝিনাইদহের তুহিন, চাঁদপুর শহরের মধ্যশ্রী রামদী এলাকার আরিফ মাঝি, মো. রাসেল ও আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীরসহ পুলিশ সদস্যরা সদর উপজেলার হরিনা চৌরাস্তা এলাকায় অভিযান চালান। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৭০০ কেজি বা সাড়ে ৪২ মণ জাটকাসহ রহিম, রাজু ও তুহিনকে গ্রেপ্তার করে।
অপরদিকে শহরের ওয়ান মিনিট এলাকায় অভিযান চালায় নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইসমাইল। এ সময় ইজিবাইকে থাকা ১২০ কেজি বা ৩ মণ জাটকাসহ আরিফ, রাসেল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, দুটি অভিযানে আটক জাটকা পাচারকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।