বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৫ মণ জাটকাসহ গ্রেপ্তার ছয়জন

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ২৩:০৭

মঙ্গলবার ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিনা চৌরাস্তা এলাকা থেকে সাড়ে ৪২ মণ জাটকাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক অভিযানে তিন পাচারকারীর কাছে পাওয়া যায় তিন মণ জাটকা।

চাঁদপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাচারের সময় সাড়ে ৪৫ মণ জাটকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে শহরের দুটি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় পাচারকাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান ও একটি ইজিবাইক জব্দ করে পুলিশ।

দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার আটক করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করেন।

গ্রেপ্তার ছয়জন হলেন চাঁদপুর সদরের মদনা গ্রামের আব্দুর রহিম, গোবিন্দিয়া গ্রামের রাজু হোসেন, ঝিনাইদহের তুহিন, চাঁদপুর শহরের মধ্যশ্রী রামদী এলাকার আরিফ মাঝি, মো. রাসেল ও আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীরসহ পুলিশ সদস্যরা সদর উপজেলার হরিনা চৌরাস্তা এলাকায় অভিযান চালান। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৭০০ কেজি বা সাড়ে ৪২ মণ জাটকাসহ রহিম, রাজু ও তুহিনকে গ্রেপ্তার করে।

অপরদিকে শহরের ওয়ান মিনিট এলাকায় অভিযান চালায় নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইসমাইল। এ সময় ইজিবাইকে থাকা ১২০ কেজি বা ৩ মণ জাটকাসহ আরিফ, রাসেল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, দুটি অভিযানে আটক জাটকা পাচারকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর