বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি নথিতে বঙ্গবন্ধুর ছবি কাটল কে

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ১৭:৫৪

বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর, তদন্ত হচ্ছে। এই ঘটনার জন্য যে দায়ী তার বিরুদ্ধে বন্দর আইনে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’

বাগেরহাটে মোংলা বন্দরে সরকারি নথিতে মুজিববর্ষের লোগোতে বঙ্গবন্ধুর ছবি কেটে দেয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় পেরিয়ে গেলেও এখনও জমা হয়নি কোনো প্রতিবেদন।

বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ জানায়, ২০২১ সালের জানুয়ারি মাসের কার্গো হ্যান্ডেলিং সম্পর্কিত তথ্য উপাত্ত সরবরাহ প্রসঙ্গে ১২ পৃষ্ঠার একটি নথি বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় পাঠানো হয়। সরকারি এই ফাইলের অফিস কপির সাত পৃষ্ঠাজুড়ে বঙ্গবন্ধুর ছবিতে কলম দিয়ে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে।

এপ্রিলের প্রথম সপ্তাহে বিষয়টি জানাজানি হওয়ার পর ৬ তারিখ বন্দরের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।

কমিটির বাকি দুই সদস্য হলেন বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এম নুর মোহাম্মদ ও ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা ফজলে আলম।

১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কমিটি তা পারেনি।

বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) কমান্ডার শেখ ফখর উদ্দীন নিউজবাংলাকে বলেন, ‘যেহেতু বিষয়টি ক্রিটিকাল তাই এটি তদন্ত করে বের করতে আরও সময় লাগবে।’

বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর, তদন্ত হচ্ছে। এই ঘটনার জন্য যে দায়ী তার বিরুদ্ধে বন্দর আইনে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের ধারণা, ডেপুটি ট্রাফিক ম্যানেজার এবং সহকারী ট্রাফিক ম্যানেজারের দপ্তরের কেউ একজন এই কাজটি করে থাকতে পারেন।

এ বিভাগের আরো খবর