বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লজ্জাবতী বানর গেল কাপ্তাইয়ের জঙ্গলে

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ১৬:৩৬

বানরের এই প্রজাতিটি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএনের লাল তালিকাভুক্ত। বাংলাদেশের ১৯৭৪  ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে ‘লজ্জাবতী’ নামের বিপন্ন প্রজাতির একটি বানরকে। বনবিভাগ জানায়, সোমবার রাতে এটিকে কাপ্তাইয়ের একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।

বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার বলেন, সোমবার রাতে কাপ্তাইয়ের কেপিএম এলাকার সিয়াম ও রবিন নামের দুই তরুণ বানরটিকে দেখে। কেপিএম পশ্চিম ড্রাইভার কলোনির রাস্তার পাশে থাকা গাছে এটি বসে ছিল বলে তারা জানায়।

তারা বানরটি নিয়ে বাড়ি ফিরে যায়। তারাই পরে কাপ্তাই থানায় ফোন করে খবরটি জানায়।

পুলিশ সদস্যরা মঙ্গলবার ভোররাতে গিয়ে বানরটি থানায় নিয়ে আসে ও বন বিভাগকে খবর দেয়। বন কর্মকর্তা মহসিন থানায় গেলে ওসি নাসির উদ্দীন তার কাছে বানরটি হস্তান্তর করেন।

মহসিন বলেন, বানরটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। এটি সুস্থ আছে। পার্বত্য চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহের নির্দেশে এটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়।

বানরটি সম্পর্ক তিনি জানান, এর ইংরেজি নাম Bengal Slow Loris বা Northern Slow Loris, বৈজ্ঞানিক নাম Nycticebus Bengalensis। দেশে এটি লজ্জাবতী বা লাজুক বানর নামে পরিচিত।

বানরের এই প্রজাতিটি সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএনের লাল তালিকাভুক্ত।

বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

লজ্জাবতী বানর সাধারণত গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে।

এ বিভাগের আরো খবর