প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অপরাধে চাঁদপুরে হেফাজতে ইসলামের এক কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক হেফাজত কর্মী হলেন শহরের ৭ নম্বর ওয়ার্ড কবরস্থান রোড এলাকার বাসিন্দা মুসলিম খানের ছেলে জাকারিয়া খান। সোমবার তাঁকে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. সানজিদ আহমেদ জানান, জাকারিয়া খান হেফাজতের একজন কর্মী। তিনি ১৯ এপ্রিল তাঁর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করেন। পরে তিনি ওই স্ট্যাটাস মুছে দিলেও ততক্ষণে তা ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় তাকে সোমবার পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।