বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে চার বাংলাদেশি ‘আটক’, জানে না বিজিবি

  •    
  • ১৯ এপ্রিল, ২০২১ ২৩:১৪

ভারতের সাংবাদিক অরুপ রায় নিউজবাংলাকে জানান, চার বাংলাদেশি মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলা এলাকা দিয়ে অবৈধভাবে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করেন। সেখান থেকে ধর্মনগর যাবার পথে বিএসএফ সদস্যদের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়।

ভারতের ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার সকালে তাদের আটক করে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন দেশটির গণমাধ্যমকর্মী অরুপ রায়। তবে তাদের আটকের বিষয়ে কিছু জানে না বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতের সাংবাদিক অরুপ রায় নিউজবাংলাকে জানান, চার বাংলাদেশি মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলা এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করেন। সেখান থেকে ধর্মনগর যাওয়ার পথে পাইতর বাজার মোটরস্ট্যান্ড এলাকায় বিএসএফ সদস্যদের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কৈলাশহর থানায় হস্তান্তর করে বিএসএফ।

আটক চারজন হলেন সাহান আলী, রাজন মিয়া, নান্টু মিয়া ও আহমেদ আলী। তাদের সবার বাড়ি মৌলভীবাজার জেলায়। কাজের সন্ধানে তারা ভারতে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

কৈলাশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থ মুন্ডা অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটকের তথ্য গণমাধ্যমকর্মীদের জানান।

তিনি আরও জানান, আটকের পর চারজনকে কৈলাশহর হাসপাতালে নিয়ে পরীক্ষার পর একজনের করোনা শনাক্ত হয়েছে।

শ্রীমঙ্গলে ৪৬ বিজিবির ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বিএসএফ এখন পর্যন্ত বিজিবিকে এ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এ বিভাগের আরো খবর