করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার পর ফেনীতে চাকরি হারানো এক ইমামের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্থানীয় কলঘর শহীদ জিয়া স্মৃতি সংসদ।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির আহ্বায়ক বিএনপি নেতা নুরুল আলম সবুজ।
তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত ঘৃণ্য ও দুঃখজনক। রমজানে হঠাৎ চাকুরিচ্যুত হয়ে ওই ইমাম আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। বিষয়টি চিন্তা করে আমরা ইমাম সাহেবকে এক মাসের বেতন ও ঈদ বোনাস এবং পরিবারের জন্য রমজান মাসের খাদ্য সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার অন্য কোথায়ও চাকুরী হওয়ার আগ পর্যন্ত মাসিক বেতন আমরা দেয়ার চিন্তা করছি।’
রোববার এই ইমামের চাকরিচ্যুতির বিষয়টি ফেসবুকে প্রচার হলে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
গত ১২ এপ্রিল বাদ আসর করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেন ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ। স্থানীয় সোনামিয়া জামে মসজিদে আয়োজিত এই আয়োজনে মোনাজাত পরিচালনা করেন ইমাম মেরাজুল ইসলাম।
বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সভাপতি নুরুল আফসার ওই ইমামের কাছে কৈফিয়ত চান এবং স্থানীয়দের সাথে পরামর্শ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেন।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইমামকে চাকরিচ্যুত করার বিষয়ে জানতে চাইলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফসার বলেন, ‘হুজুর আমাকে জিজ্ঞেস না করে বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। সবার সঙ্গে পরামর্শ করে এলাকার শৃঙ্খলা রক্ষার স্বার্থে হুজুরকে অব্যাহতি দিয়েছি।’