ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবপাচারের মামলায় শাহজাহান মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উপজেলার রহমতগঞ্জ বাজার এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে র্যাবের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। শাহজাহানের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকায়।
শাহজাহানের কাছ থেকে একাধিক ভুয়া নিয়োগপত্র, বিমানের জাল টিকিট ও জাল ভিসা জব্দ করা হয়েছে বলে সোমবার বিকেলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামের মানুষদেরকে বিদেশে পাঠানোর নামে ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুবেল মিয়া নামে একজন সম্প্রতি নেত্রকোনার পূর্বধলা থানায় শাহজাহানের নামে মামলা করেন। ওই মামলায় তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো প্রক্রিয়া চলছে।