ক্ষমতা চিরস্থায়ী নয়, এই কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ‘একদিন বিদায় নিতে হবে। সেদিন জনতার আদালতে, আল্লাহর আদালতে আপনাদের বিচার হবে।’
দল থেকে পদত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘৪৭ বছর রাজনীতি করেছি। এখন তো আপনাদের জন্য আওয়ামী লীগ করতে পারলাম না।’
এখন যারা দলের নেতৃত্বে আছেন তাদের বহুজন তার পরে নেতৃত্বে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে এত দাম্ভিকতা!’
সোমবার সন্ধ্যায় নিজ অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন কাদের মির্জা।
তার অভিযোগ, প্রশাসন তাকে পৌরসভায় অবরুদ্ধ করে রেখেছে। তাকে ইফতার আনতেও দিচ্ছে না। তিনি বলেন, ‘আমার এখানে কিছু স্টাফ থাকে। তাদের ইফতারগুলোও এখানে আনতে দিচ্ছে না। কত অমানবিক, কত জঘন্য! এখানে অত্যাচার চলছে, তাণ্ডব চলছে।’