নেত্রকোণায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ইন্টারনেটে অপপ্রচার করছিলেন ওই যুবক।
সোমবার গ্রেপ্তারের পর ওই যুবককে পাঁচদিনের রিমান্ড চেয়ে নেত্রকোণা আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রাসেল মিয়া। তিনি আটপাড়া উপজেলার দেওগাওয়ের আনিফ মিয়ার ছেলে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাসের ফেসবুক ম্যাসেঞ্জারে দুইদিন আগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ছবি পাঠান রাসেল মিয়া। সেই সাথে রাহাত বিশ্বাসকে প্রাণনাশের হুমকি দেন রাসেল। এ নিয়ে রাহাত বিশ্বাস থানায় অভিযোগ করেন।
পরে অভিযোগটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২১,২৫,২৯,৩১ ও ৩৫ ধারায় মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলা করার পর রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, সোমবার দুপুরের দিকে উপজেলার দুওজ এলাকায় শ্বশুরবাড়ি থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নেত্রকোণা বিচারিক আদালতে হস্তান্তর করলে বিচারক রাসেল মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার রিমান্ড নিয়ে শুনানির দিন নির্ধারণ করেছে আদালত জানিয়ে তিনি আরো জানান, রাসেল মিয়ার রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি একাই এসব করেছেন, কেন করেছেন, তার সাথে আর কে কে আছেন বা কোন গ্রুপ জড়িত কিনা তা জানতেই এই রিমান্ড চাওয়া হয়েছে।