বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: চট্টগ্রামের ৩ থানার ১২ এলাকাকে রেডজোন ঘোষণা

  •    
  • ১৯ এপ্রিল, ২০২১ ১৯:৫১

‘আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের বিপরীতে ৬০ জনের বেশি করোনায় আক্রান্ত হলে ওই এলাকা রেডজোনের মধ্যে পড়বে। তাই মহানগরের যেসব এলাকায় এক লাখ মানুষের বিপরীতে আক্রান্তের সংখ্যা ৬০ জনের বেশি সেসব এলাকাকে বিশেষ লকডাউন ঘোষণা করা হচ্ছে।’

করোনাভাইরাসের লাগাম টানতে সংক্রমণের হার বেশি এমন তিনটি থানার ১২ এলাকাকে রেড জোন ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার দুপুরে নগরীর চকবাজার থানার জয়নগর আবাসিক এলাকা ও মেডিক্যাল স্টাফ কোয়ার্টারকে উচ্চ সংক্রমণশীল চিহ্নিত করে ‘রেড জোন’ ও ‘লকডাউন’ লেখা সংবলিত ব্যানার ঝুলিয়ে দেয় পুলিশ।

পাশাপাশি এসব এলাকার জনসাধারণের চলাচল একেবারে কমিয়ে আনার নির্দেশনা দিয়েছে পুলিশ। এরপর সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নগরীর হালিশহর, চকবাজার ও খুলশী থানার মোট ১২টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে নগর পুলিশ।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।

তিনি জানান, শহরের মধ্যে যেসব জায়গায় সংক্রমণের হার তুলনামূলক বেশি সেসব এলাকাকে বিপজ্জনক বা রেডজোন ঘোষণা করে বিশেষভাবে লকডাউন করে দেয়া হচ্ছে।

আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের বিপরীতে ৬০ জনের বেশি করোনায় আক্রান্ত হলে ওই এলাকা রেডজোনের মধ্যে পড়বে। তাই মহানগরের যেসব এলাকায় এক লাখ মানুষের বিপরীতে আক্রান্তের সংখ্যা ৬০ জনের বেশি সেসব এলাকাকে বিশেষ লকডাউন ঘোষণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে সিএমপির হালিশহর, চকবাজার থানা ও খুলশী থানাধীন কিছু এলাকা বিপজ্জনক চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো হলো, চকবাজার থানার খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, চকবাজারের জয়নগর এলাকা, ওয়্যারলেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে টাংকির পাহাড়, মেডিক্যাল স্টাফ কোয়ার্টার, বাঘঘোনা, হাইলেভেল রোড, বউ বাজার, ঈদগাহ, নয়াবাজার ও বসুন্ধরা আবাসিক এলাকা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার নিউজবাংলাকে বলেন, ‘রেডজোন বলতে ওভাবে আনুষ্ঠানিক কিছু না। মূলত সংক্রমণের হার বেশি এমন এলাকাগুলোতে জনসাধারণের চলাচল আরও সীমিত করা হচ্ছে, আমরা এসব এলাকার মানুষকে বোঝাতে চেষ্টা করছি, সতর্ক করছি। প্রাথমিকভাবে চকবাজার থানার জয়নগর এলাকাকে উচ্চ সংক্রমণশীল হিসেবে চিহ্নিত করে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। ধীরে ধীরে এক লাখ মানুষের বিপরীতে ৬০ জনের বেশি সংক্রমিত হয়েছে এমন এলাকাগুলো চিহ্নিত করে আমরা জনসাধারণের চলাচল একেবারে সীমিত করার চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর