নওগাঁর রাণীনগর উপজেলায় একটি পুকুরে মাছ পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকের একটি পুকুর থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিন আকন্দ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরের মধ্যে ভাসমান প্লাস্টিকের মাছ বহনের ড্রামের মধ্যে মানুষের দুটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ এসে ড্রামের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ‘আনুমানিক ৩০ বছর বয়সী এই মরদেহের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার কোমরে দড়ি বাঁধা ছিল।
‘ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহ ড্রামে ভরে পুকুরে ফেলে দেয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনও পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’