বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ির দেয়াল ধসে নিহত শিশু

  •    
  • ১৯ এপ্রিল, ২০২১ ১৭:১১

স্থানীয় লোকজনের বরাত দিয়ে থানার ওসি জানান, সকালে বাড়ির পাশেই খেলছিল মাহিম। খেলার সময় বাড়ির দেয়ালে ইটের গাঁথুনি দেয়ার জন্যে তৈরি মাচার ওপর সে উঠে যায়। তখনই দেয়ালটি ভেঙে তার ওপর পড়ে।

যশোরের বাঘারপাড়ায় ঘরের দেয়াল ধসে চাপা পড়ে নিহত হয়েছে নয় বছরের শিশু।

উপজেলার ধলগ্রাম ইউনিয়নের কবিরভিটা গ্রামে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মাহিম হোসেন। তার বাবা ওই গ্রামের কৃষক বিল্লাল ফকির।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাড়ির পাশেই খেলছিল মাহিম। খেলার সময় বাড়ির দেয়ালে ইটের গাঁথুনি দেয়ার জন্যে তৈরি মাচার ওপর সে উঠে যায়। তখনই দেয়ালটি ভেঙে তার ওপর পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের সদস্যরা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা কৌশিক আশরাফ বলেন, ‘শিশুটির শরীর থেকে প্রচুর রক্ত ঝড়ছিল। তাৎক্ষণিক রক্ত বন্ধ করা যায়নি বলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

ওসি ফিরোজ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর