গাজীপুরের কালিয়াকৈরে হেফাজতে ইসলামের আমির ও ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক ও তার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ডাইনকিনি এলাকায় নিজ বাড়ি থেকে রোববার রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের (কালিয়াকৈর-শ্রীপুর জোনের) অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন, এমদাদুলের বড় ভাই মোহাম্মদ আলী ও ছোট ভাই আশরাফ হোসাইন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার রাতে চন্দ্রা-কালামপুর রোডে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়। এ ঘটনায় সোমবার সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে কালিয়াকৈর থানায় পুলিশ মামলা করে।
গোপন তথ্যে গোয়েন্দা পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রোববার রাতে হেফাজতের আমির এমদাদুল হক ও তার দুই ভাইকে আটক করে। সোমবার তাদের গ্রেপ্তার দেখানো হয়।