সিরাজগঞ্জের সলঙ্গায় গোয়ালঘরে কয়েল থেকে লাগা আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সলঙ্গা থানার ফেউকান্দি গ্রামে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ফেউকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার নাদির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ভোর ৫টার দিকে আমরা খবর পাই ফেউকান্দি গ্রামে এক কৃষকের বাড়িতে আগুন লেগেছে। সকাল পৌনে ৬টার দিকে সেখানে গিয়ে দেখি স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরে আমরা বাকি আগুন নেভাই।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশনমাস্টার জানান, গোয়ালঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ সময় নজরুল গোয়ালঘরে ঢুকে তার গরু বের করতে গেলে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান।
আগুনে দুইটি গরু মারা গেছে আর দুইটি টিনের ঘর পুড়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা।