পোষা কবুতরকে বনবিড়াল থেকে বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ বানিয়েছিলেন বকুল হোসেন। সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন তিনি।
চুয়াডাঙ্গার জীবননগরের শিয়ালমারী গ্রামে সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত বকুল হোসেন ওই গ্রামের তুরাপ আলীর ছেলে।
তার পরিবারের সদস্যরা জানান, শখের বশে বকুল অনেক দিন ধরে বাড়িতে কবুতর পালতেন। কিন্তু প্রায়ই রাতে বনবিড়াল এসে তার পোষা কবুতর খেয়ে ফেলত। রোববার রাতে তিনি কবুতরের ঘরের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে একটি বিশেষ ফাঁদ তৈরি করে রাখেন।
বকুলের বাবা তুরাপ আলী বলেন, ‘আজ ভোরে বনবিড়াল আসার শব্দ পেয়ে দ্রুত বনবিড়াল মারতে যায় বকুল। তখনই ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।