বরিশাল নগরীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন মো. মালেক নামের ব্যক্তি।
রোববার দুপুরে কাশিপুর গার্লস হাইস্কুল ও কলেজের পাশের সড়কের গনপাড়া এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। তার বয়স ৪০ বছর।
ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
বরিশাল এয়ারপোর্ট থানার এসআই রায়হানুর রহমান জানান, নিহত মালেক নগরীর ৩০নং ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার মৃত হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে। মালেক ভিক্ষুক ছিলেন। রোববার দুপুরে পায়ে হেটে বরিশাল-ঢাকা মহাসড়কের দিকে যাচ্ছিলেন। তখন ইট বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহ উদ্ধার করে। মালেকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রিয়াজ সরদারকে পুলিশ আটক করেছে।