ভারতের জলপাইগুঁড়ি জেলায় নির্বাচন থাকায় শনিবার বন্ধ ছিল ভারতের ফুলবাড়ী বন্দর। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হয়নি।
ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। জলপাইগুঁড়ি জেলায় নির্বাচন থাকায় শনিবার বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি।
এ সময় ভারতের ফুলবাড়ী বন্দরের কার্যক্রম চলেনি। রোববার থেকে ফের শুরু হয়েছে বন্দরের কার্যক্রম।
পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, শনিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভোট থাকায় বন্ধ ছিল আমদানি ও রপ্তানি। উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিক্রমে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।
তিনি আরও জানান, রোববার সকাল থেকে বন্দর দিয়ে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।