পাবনার ঈশ্বরদী উপজেলায় কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ছয়জন।
উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ মোড় এলাকায় রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লক্ষীকুণ্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। আলহাজ মোড় এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে শ্রমিক ও ব্যাপারীরা চাপা পড়েন।এতে ঘটনাস্থলেই ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রামানিক, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। এ সময় আরও অন্তত ছয় জন গুরুতর আহত হন।পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।