চট্টগ্রামে লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বন্দর থানার বাইপাস টোল নতুন রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ইফতেখারুল আলমের বাড়ি মাদারীপুর সদর থানায়। তিনি নগরীর আগ্রবাদের হাজিপাড়া এলাকায় থাকতেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার বাইপাস রোডে বিএসআরএমের একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে তাকে উদ্ধার করে প্রথমে নেভী হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘বাইপাস এলাকায় লরির ধাক্কায় একজন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।’