বান্দরবানের লামায় ট্রাক্টর উল্টে মো. শাহজাহান নামে কিশোর চালক নিহত হয়েছে।
লামা রূপসী ইউনিয়নে ছামাইছড়ি সড়কের রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহানের বাড়ি চকরিয়া কাকারা ইউনিয়নে শামুরাবাদ গ্রামে। তার বয়স ১৪ বছর।
লামা রূপসী পাড়া ইউনিয়নে চেয়ারম্যান সাচিংপ্রু মারমা নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম নিউজবাংলাকে জানান, ছামাইছড়ি সড়কের খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে শাহজাহান ট্রাক্টর থেকে পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শাহাজাহানের সঙ্গে থাকা বাকি শ্রমিকরা তাকে সেখানে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের করা হয়েছে।