বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ. লীগ-জাসদ সংঘর্ষে আহত ২

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ১৮:৪৭

ওসি জানান, সাইফুন ব্রিজের কাছে একটি অটোরিকশাকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে দুজন আহত হয়। সুমন কাভার্ডভ্যানের পক্ষ নেয়ায় প্রতিপক্ষ আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেল।

মিরপুর উপজেলার মশান বাজারে সাইফুন ব্রিজের কাছে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিউজবাংলাকে জানান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জাসদ নেতা সাইদুর রহমানের ছেলে সুমন রহমানের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়। দুই পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুজন আহত হয়।

এর আগে সাইফুন ব্রিজের কাছে একটি অটোরিকশাকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে দুজন আহত হয়। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটি আটক করে। সুমন কাভার্ডভ্যানের পক্ষ নেয়ায় প্রতিপক্ষ আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

বারুইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হকের অভিযোগ, জাসদ সমর্থকরা স্থানীয়দের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় দুইজন সামান্য আহত হয়।

তবে সাইদুর রহমানের দাবি, স্থানীয়রা তার ছেলেকে ঢিল মারার পাশাপাশি সমর্থকদের ওপর হামলা চালায়।

এ বিভাগের আরো খবর