বাগেরহাটে পঞ্চম শ্রেণি পড়ুয়া মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার যাত্রাপুর থেকে রোববার সকাল আটটার দিকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
মেয়েটির বাবা শনিবার রাতে তার বোন ও ভাগ্নের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করেন।
মামলার বাদী জানান, গত ১৫ ফেব্রুয়ারি তার বোন তাদের বাড়িতে বেড়াতে আসেন। যাওয়ার সময় তার মেয়েকে সঙ্গে নিয়ে যান। মেয়েকে ফেরত দিয়ে না যাওয়ায় প্রায় এক মাস পর তিনি বোনের বাড়িতে যান। সে সময় তার বোন জানান, তার মেয়ে যেতে চাচ্ছে না।
এরপর ২৯ মার্চ মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন।
মেয়ের শারীরিক অসুস্থতা ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখে কারণ জিজ্ঞেস করলে জানতে পারেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত তার ভাগ্নে মেয়েকে ধর্ষণ করে।
বোনকে বিষয়টি জানালে তিনি অস্বীকার করেন। পারিবারিকভাবে এ বিষয়ের মীমাংসা না হওয়ায় তিনি মামলা করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম নিউজবাংলাকে জানান, মেয়ের বাবার করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।