পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান গ্রামে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১৯ বছর বয়সী শাওনের বাড়ি একই ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন নিউজবাংলাকে জানান, শাওন বেরুয়ান গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলে থাকেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা পর আটঘরিয়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে চাটমোহর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মাসফিকুল ইসলাম বলেন, ‘যতটুকু জেনেছি শাওন ডিশ লাইনের কাজ করছিল। সে আমাদের কোনো শ্রমিকের সঙ্গে কাজ করত না।’