টাঙ্গাইল সদর উপজেলায় জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শহরের আকুরটাকুর পাড়ার এসএস যুব সংঘ ক্লাবের ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসএস যুব সংঘের টিন শেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় দুলাল মিয়া, সোহেল মিয়া, আমিনুল ইসলাম, ওসমান গনি, ফিরোজ মিয়া, রিফাত মিয়া, আব্দুর রহমান, রানা, ইমন, রিপন, চুহাংগ, আমিন মিয়া, শাকিল মিয়া ও শাওন মিয়াকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১১ হাজার ৭৩০ টাকা ও জুয়া খেলার তাস।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকের পর ওই ১৪ জনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।
র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।