বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৪

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ১৬:০৯

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকের পর ওই ১৪ জনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

টাঙ্গাইল সদর উপজেলায় জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শহরের আকুরটাকুর পাড়ার এসএস যুব সংঘ ক্লাবের ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসএস যুব সংঘের টিন শেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় দুলাল মিয়া, সোহেল মিয়া, আমিনুল ইসলাম, ওসমান গনি, ফিরোজ মিয়া, রিফাত মিয়া, আব্দুর রহমান, রানা, ইমন, রিপন, চুহাংগ, আমিন মিয়া, শাকিল মিয়া ও শাওন মিয়াকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১১ হাজার ৭৩০ টাকা ও জুয়া খেলার তাস।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকের পর ওই ১৪ জনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।

র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর