চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরিফ উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রোববার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফ উদ্দিনের বাড়ি আলমডাঙ্গা পৌর শহরের কলেজপাড়ার। তার বয়স ৬০ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইন পার হচ্ছিলেন শরিফ উদ্দিন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দিলে লাইনের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফ উদ্দিনের।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নরেশ চন্দ্র নিউজবাংলাকে জানান, রেল কর্তৃপক্ষ ট্রেনের ইঞ্জিনটি পাবনা জেলার ঈশ্বরদী স্টেশনে নিয়ে যাচ্ছিল। এ সময় কোনো দিকে না দেখে রেল লাইন পার হওয়ার সময় ইঞ্জিনের ধাক্কায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদি কোনো অভিযোগ না থাকে তাহলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।